বিমান দুর্ঘটনায় মালাবির ভাইস প্রেসিডেন্টের মৃত্যু

বিমান দুর্ঘটনায় মালাবির ভাইস প্রেসিডেন্টের মৃত্যু হয়েছে।

বিমান দুর্ঘটনায় মালাবির ভাইস প্রেসিডেন্টের মৃত্যু

অনলাইন ডেস্ক

এক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মালাবির ভাইস প্রেসিডেন্ট সাউলোস ক্লস চিলিমা ও তাঁর সাথে থাকা নয় সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকেরা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থী চিলিমাকে বহনকারী বিমানটি সোমবার নিখোঁজ হয়।

জাতির প্রতি ভাষণে প্রেসিডেন্ট লাজারাস বলেন, অত্যন্ত দুঃখের সাথে আমি সবাইকে একটি করুণ তথ্য জানাচ্ছি। চিলিমাকে বহনকারী বিমানকে একটি পাহারের ওপর বিধ্বস্ত অবস্থায় পাইয়া গেছে। বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং তাতে থাকা কেউই জীবিত নেই।

সোমবার সকাল ৯টা ১৭ মিনিটে বিমানটি রাজধানী লিলংউই ত্যাগ করে কিন্তু পূর্বনির্ধারিত সময় অনুযায়ী

সকাল ১০টা ২ মিনিটে মুজুজু বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়।

বিমানটিকে ফিরে আসতে বলা হোলেও এর অবস্থান রাডারে ধরা পড়েনি এবং বিমানটির পাইলটের সাথে যোগাযোগ করা যায়নি।

নিহতদের মৃতদেহ রাজধানীতে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

news24bd.tv/ab