পাকিস্তান ইতিহাস থেকে শিক্ষা নেয়নি: নরেন্দ্র মোদি

পাকিস্তান ইতিহাস থেকে শিক্ষা নেয়নি: নরেন্দ্র মোদি

অনলাইন ডেস্ক

কার্গিল যুদ্ধের ২৫ বছর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন পাকিস্তান এখনো ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। শুক্রবার (২৬ জুলাই) কার্গিল যুদ্ধে নিহত সেনাদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে নরেন্দ্র মোদি এসব কথা বলেন।

একই দিন হিমাচল প্রদেশের সাথে লাদাখে যোগাযোগের জন্য একটি টানেলেরও উদ্বোধন করেন মোদি। সেখানে বক্তব্য রাখেন তিনি।

তার আগে কার্গিল যুদ্ধের শহীদ সেনাদের স্মরণ করেন তিনি।

এ সময় তিনি বলেন, আজকে কার্গিল যুদ্ধের ২৫ বছর। এই যুদ্ধের শহীদদের জাতি চিরকাল স্মরণে রাখবে।

মোদি আরও বলেন, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এখনো এই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি।

পাকিস্তান তাদের অতীতের পৈশাচিক সকল আক্রমণে ব্যর্থ হয়েছে। কিন্তু এখনো তারা ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। তারা এখনো জঙ্গিবাদ এবং যুদ্ধের সাথে আছে।

উল্লেখ্য, ১৯৯৯ সালের মে মাসে কাশ্মীরের কার্গিলে সশস্ত্র যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত এবং পাকিস্তান। ৩ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত চলে এ যুদ্ধ। এটি ইতিহাসে কার্গিল যুদ্ধ হিসেবে পরিচিত। এই যুদ্ধে ভারত জয়লাভ করে। এদিকে ভারতের লাদাখ, জম্মু ও কাশ্মীরে সংঘাত চলছে দীর্ঘদিন ধরে। এর পেছনে পাকিস্তানের হাত আছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (সূত্র: হিন্দুস্তান টাইমস)

news24bd.tv/জেপি বর্মা/SC