গণপিটুনিতে ছাত্রলীগের সাবেক নেতার মৃত্যু

ঘটনাস্থল থেকে হামলার শিকার ছাত্রলীগ নেতাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে

গণপিটুনিতে ছাত্রলীগের সাবেক নেতার মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে আব্দুল্লাহ আল মাসুদ (৩৫) নামে সাবেক এক ছাত্রলীগ নেতা গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার রাত ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন।

২০১৪ সালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে স্টোরকিপার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। গত ৩ সেপ্টেম্বর মাসুদ এক কন্যা সন্তানের জনক হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মাসুদ রাত ১০ টার দিকে বাড়ি থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে ওষুধ কিনতে গেলে গণপিটুনির শিকার হোন।

পরে সেখান থেকে শিক্ষার্থীরা তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যায়। এরপর মতিহার থানা থেকে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে আসে। বোয়ালিয়া থানা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীদের একটি দল তাকে বোয়ালিয়া থানায় নিয়ে আসে। গুরুতর আহত হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক