স্কুল, শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ১৩ 

সংগৃহীত ছবি

স্কুল, শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ১৩ 

অনলাইন ডেস্ক

গাজার স্কুল এবং শরনার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজায় শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুল এবং একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত ও ১৫ জন আহত হয়েছে।

মৃতদের মধ্যে অন্তত আটজন উত্তর গাজার জাবালিয়ায় হালিমা আল-সাদিয়া স্কুলে শরণার্থী তাঁবুতে ছিলেন বলে জানিয়েছে ওয়াফা।  

ইসরায়েলি সেনাবাহিনী একটি বিবৃতিতে বলেছে, তারা সন্ত্রাসীদের উপর একটি হামলা চালিয়েছে।

উত্তর গাজা উপত্যকায় 'হালিমা আল-সাদিয়া' স্কুলে সন্ত্রাসীরা ছিল বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।  

অন্য একটি পৃথক ঘটনায়, মধ্য গাজার নুসিরাত ক্যাম্পে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে।  


কয়েক দশকের পুরনো ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতে সর্বশেষ রক্তপাতের সূত্রপাত হয়েছিল গত বছরের ৭ অক্টোবর। ওই সময়ে হামাস ইসরায়েলে হামলা চালায়।

ইসরায়েলি তথ্য অনুসারে, এই ঘটনায় ১২০০ জন নিহত হয় করে এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে হামাস। সূত্র: ইন্ডিয়া টুডে

news24bd.tv/এসএম