অফিস-ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা

সংগৃহীত ছবি

অফিস-ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক

সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিন দিন সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। এদিকে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।  

শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন সরকারি অফিসের নতুন সময়সূচি জানান।

একইদিন বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক লেনদেনের সময়সূচি জানানো হয়।

দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে।

এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রোববার থেকে মঙ্গলবার, এই তিন দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রোববার ও সোমবার (২২ জুলাই) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।

দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। বুধবার ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর রোববার থেকে নতুন সময়সূচি ঘোষণা করল সরকার।

news24bd.tv/DHL