প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতলো চীন

প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতলো চীন

অনলাইন ডেস্ক

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল রাতেই পর্দা উঠেছে 'গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিকের। আর ফ্রান্সের রাজধানী প্যারিসে মূল মাঠের বাহিরে এক নতুনত্ব ও অভিনববত্ব নিয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান।

শনিবার (২৭ জুলাই) ১০ মিটার এয়ার রাইফেলে চীনের লিহাও-ইয়ুতিং জুটি এবারের আসরের প্রথম স্বর্ণপদক জয় করেছে।

অন্যদিকে এবারকার আসরের প্রথম পদক হিসেবে ব্রোঞ্জ জয় করেছে কাজাখস্তান।

ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ-আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম-লে আলেকজান্দ্রা জুটি।

সিন নদীতে গতকাল রাতে বৃষ্টিস্নাত এক উদ্বোধনী অনুষ্ঠানে রং লাগিয়েছেন সেলিন ডিওন, নাকুমারার মতো বিনোদন জগতের তারকারা।

উল্লেখ্য, এবারের অলিম্পিকে মোট ৩২টি ডিসিপ্লিনে ৩২৯ টি স্বর্ণের লড়াই হবে। বরাবরের মতো এবার সবচেয়ে বেশি পদকের লড়াই অ্যাথলেটিক্সে।

মোট ৪৮টি। এরপরই রয়েছে সাঁতার। এই ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে ৩৫টি স্বর্ণের লড়াই।

news24bd.tv/SC