প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিল গেটসের জামাতা

বিল গেটসের বড় মেয়ে মেলিন্ডা গেটস এবং জামাতা নায়েল নাসার

প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিল গেটসের জামাতা

অনলাইন ডেস্ক

ধনকুবের বিল গেটসের জামাতা নায়েল নাসার ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অলিম্পিকে নাসারকে মিশরের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে।

বিল গেটস এবং মেলিন্ডা গেটসের বড় মেয়ে জেনিফারকে বিয়ে করেন মিশরের অশ্বারোহী নাসার। এক অশ্বারোহণ অনুষ্ঠানে তাদের দেখা হয় এবং পরবর্তীতে বিয়ে করেন তারা।

মিশরের অশ্বারোহী হিসেবে এবার অলিম্পিকে দেখা যাবে নাসারকে। ২০২৪ অলিম্পিকে ৩ ক্যাটাগরিতে অশ্বারোহী হিসেবে অংশগ্রহণ করা যাবে, যেখানে নাসারকে এককভাবে অশ্বারোহী হিসেবে দেখা যাবে।   

তবে এটাই যে নাসারের প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করছেন তা নয়। এর আগেও মিশরের হয়ে তিনি ২০১২ সালে লন্ডন অলিম্পিক এবং ২০২০ এর টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

  

মাত্র ৫ বছর বয়সে ঘোড়ার পিঠে উঠে দৌড়াতে শুরু করেন নাসার, এবং ১০ বছর বয়সে জাম্পিং (অশ্বারোহী হিসেবে) শুরু করেন। ৩৩ বছর বয়সী নাসার আমেরিকার শিকাগোতে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন কুয়েতে।      

আরও পড়ুন: প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জিতলো চীন 

নাসারকে উৎসাহিত করে তার শাশুড়ি মেলিন্ডা গেটস ইনস্টাগ্রামে লেখেন, ‘নয়েল নাসার, তোমাকে অলিম্পিক প্রতিযোগিতায় দেখতে আমি ভীষণ আগ্রহী। ' (সূত্র: হিন্দুস্তান টাইমস)

news24bd.tv/এসএম/SC