অলিম্পিক ফুটবলে দুইবারের ফাইনালিস্ট ব্রাজিলকে হারিয়ে স্বর্ণজয় করেছে যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকার দেশটিকে আগের দুইবারই হারের তেতো স্বাদ দিয়েছিলো যুক্তরাষ্ট্র।
১৯৯৬ সালে মেয়েদের ফুটবল এই ক্রীড়া মহাযজ্ঞে অন্তর্ভুক্তির পর চারবারই শিরোপা জিতেছে মার্কিন মেয়েরা। শনিবার পঞ্চম শিরোপার স্বপ্নে তারা মুখোমুখি হয়েছিলো মার্তাদের সামনে।
এইদিন পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ব্রাজিলের মেয়েদের হারিয়ে আবারও অলিম্পিক ফুটবলে স্বর্ণ পদক গলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা।
এই নিয়ে তিনবার ফাইনালে উঠে প্রতিবার হারতে হলো ব্রাজিলকে। প্রথমার্ধটা যুক্তরাষ্ট্রকে রুখে দিয়েছিলেন মার্তারা। প্রথম পঁয়তাল্লিশ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। যদিও দ্বিতীয়ার্ধে আর আমেরিকাকে আটকে রাখতে পারেনি ব্রাজিলের মেয়েরা।
ম্যাচের ৫৭ মিনিটে ম্যালোরি সোয়ানসন কাঙ্ক্ষিত গোলটি এনে দেন যুক্তরাষ্ট্রকে। তার ওই গোলেই ব্রাজিলকে হতাশার সাগরে ডুবিয়ে সোনালি আনন্দে ভাসে মার্কিন মেয়েরা। (সূত্র: এএফপি)
news24bd.tv/SC