মেসি আগামী বিশ্বকাপে খেলবে, তাকে খেলতেই হবে: রিকুয়েলমে

মেসি আগামী বিশ্বকাপে খেলবে, তাকে খেলতেই হবে: রিকুয়েলমে

অনলাইন ডেস্ক

২০২২ বিশ্বকাপের পর ২০২৪ কোপা আমেরিকাতেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। তার অধীনে টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের পুরস্কার ঘরে তুলেছে আলবিসেলেস্তেরা। কোপার পর থেকে সবার মুখে একটাই প্রশ্ন, আর্জেন্টিনার হয়ে পরের মেজর ট্রফিতেও মেসি অংশ নেবেন কিনা।  

গত জুনে ৩৭ বছরে পা রাখেন মেসি।

২০২৬ ফুটবল বিশ্বকাপে আসতে আসতে তিনি পা দেবেন ৩৯ বছরে। বয়সের কারণেই মেসিকে ২০২৬ বিশ্বকাপে দেখছেন না অনেকে। তবে সাবেক আর্জেন্টাইন ফুটবলার হুয়ান রোমান রিকুয়েলমে বলছেন ভিন্নকথা।  

বর্তমানে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের চেয়ারম্যানের পদে আছেন একসময়ের তারকা প্লেমেকার রিকুয়েলমে।

উত্তর আমেরিকা বিশ্বকাপে মেসির খেলা নিয়ে 
এজেডজেডইএনস্ট্রিমে দেওয়া সাক্ষাৎকারে আলোচনার ফাঁকে তিনি বলেছেন, ‘মেসি প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করে চলেছে। আপনি কখনই জানেন না সে কী করতে পারে। আমার কোনো সন্দেহ নেই সে আগামী বিশ্বকাপে খেলবে, তাকে খেলতেই হবে। আমরা সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ’

তিনি আরও বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলি। তবে সমসময় তাকে খুব বেশি জ্বালাতন করি না, তবে আমরা কথা বলি। এ কারণেই আমি মনে করি সে বিশ্বকাপে খেলবে।

news24bd.tv/SHS