তাওহীদ-জাকেরে বাংলাদেশের ১৬৫

সংগৃহীত ছবি

তাওহীদ-জাকেরে বাংলাদেশের ১৬৫

অনলাইন ডেস্ক

আবারও ব্যর্থ লিটন-শান্ত। বড় রান আসেনি তানজিদ হাসান তামিমের ব্যাটেও। তারপরেও জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। মিডল অর্ডারের দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও জাকের আলীর বড় ইনিংসে সফরকারীদের ১৬৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে টাইগাররা।

 

আজ মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও তাওহীদের ৫৭ এবং জাকেরের ৪৪ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে স্বাগতিকরা।  

রানখরায় ভুগতে থাকা লিটন দাস আজ ফেরেন ১৫ বলে ১২ রান করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কাটা পড়েন মাত্র ৬ রান করেই।

তানজিদ হাসান তামিম উইকেটে সেট হলেও ২১ রানে নেন বিদায়। ৬০ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ এরপর পথ খুঁজে পায় তাওহীদ-জাকের জুটিতে। এ দুজনে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৮৭ রান।  

তবে শেষ পর্যন্ত উইকেটে থাকা হয়নি এ দুই ব্যাটারের। ১৯তম ওভারে তৃতীয় বলে ব্লেসিং মুজারাবানির দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হন তাওহীদ। ফেরার আগে ৩৮ বলে ৫৭ রান করেন তিনি। এরপর পঞ্চম বলে মুজারাবানির আরও একটি ইয়র্কারে বোল্ড হন জাকের। তিনি ৩৪ বলে করেন ৪৪ রান। শেষে মাহমুদউল্লাহ রিয়াদ ৯ এবং রিশাদ হোসেন ৬ রান করে থাকেন অপরাজিত।

news24bd.tv/SHS