দীর্ঘদিনের জন্য দেখা যাবে না কোহলিকে!

বিরাট কোহলি

দীর্ঘদিনের জন্য দেখা যাবে না কোহলিকে!

অনলাইন ডেস্ক

ব্যাট হাতে চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতীয় দলেও নিজের জায়গা ধরে রেখেছেন। তবে সম্প্রতি তিনি নিজেই জানালেন, মাঠের খেলা শেষ হয়ে যাওয়ার পর অনেকদিনের জন্য তাকে দেখা যাবে না।

সম্প্রতি আইপিএলে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক ভিডিওতে সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার বলেন, ‘সহজ কথায় বলতে গেলে আমি কোনো আক্ষেপ রেখে যেতে চাই না।

মাঠ থেকে যা যা পাওয়ার, নিয়ে যেতে চাই। যতদিন খেলব নিজের সবটাই দিয়ে যাব, কিন্তু যখন খেলাটা শেষ করব, তখন চলে যাব, আপনারা আমাকে অনেক দিনের জন্য দেখবেন না (হাসি)। ’

প্রতি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার তাড়না কোহলি কোথায় পান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খেলোয়াড় হিসেবে আমাদের ক্যারিয়ারের শেষ আছে। সারাজীবন তো আর খেলে যেতে পারব না।

উল্লেখ্য, অনেকদিন ধরেই বিভিন্ন মহলে কোহলির অবসরের গুঞ্জন উঠতে থাকে। যদিও চলতি আইপিএল মৌসুমে সমালোচকদের এই গুঞ্জনকে ব্যাট হাতে উড়িয়ে দেন তিনি।

news24bd.tv/SC