বিশ্বকাপ সেমিফাইনালে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় ডুবল আফগানিস্তান

বিশ্বকাপ সেমিফাইনালে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় ডুবল আফগানিস্তান

অনলাইন ডেস্ক

বাংলাদেশকে হারিয়ে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে বড় লজ্জার মুখেই পড়লো আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৫৬ রানেই গুটিয়ে গেছে দলটির রানের চাকা। টি২০ ক্রিকেটে এটিই এখন আফগানদের সর্বনিম্ন দলীয় স্কোর। এছাড়া বিশ্বকাপ সেমিফাইনালে ১০০ রানের নিচে অলআউট হওয়ার ঘটনাও ঘটলো এই প্রথম।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) বিশ্বকাপের সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাট নিয়েই যেন বড় ভুল করে ফেলেছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। ফ্রেশ উইকেটে ১১ ওভার ৫ বলেই অলআউট হয়ে যাওয়া অন্তত তাই বলে।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আফগানিস্তান প্রথম উইকেট হারায় ৪ রানে। উড়ন্ত ফর্মে থাকা রহমানুল্লাহ গুরবাজ ফেরেন খালি হাতেই।

এরপরেই লাগে মড়ক। সবাই নামেন আসা যাওয়ার মিছিলে। আফগানদের মধ্যে দুই অংকের দেখা পেয়েছেন কেবল আজমতুল্লাহ ওমরজাই। সর্বোচ্চ ১০ রান করেন তিনি।

নতুন বলে দ্রুত ৩ উইকেট তুলে আফগানদের ভিত নাড়িয়ে দিয়েছিলেন মার্কো ইয়ানসেন। এরপর কাগিসো রাবাডা, আনরিখ নর্কিয়া এবং তাবরাইজ শামসিরা বাকি ক্ষতিটা করেন রশিদ-নবীদের। ইয়ানসেন-শামসি তিনটি এবং রাবাডা-নর্কিয়া দুটি করে উইকেট পকেটে পুরেছেন।

news24bd.tv/SHS