ফিলিস্তিনের নিন্দা করায় সমালোচনার মুখে ট্রাম্প

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের নিন্দা করায় সমালোচনার মুখে ট্রাম্প

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনি ও অভিবাসীরা কালো আমেরিকানদের চাকরি নিয়ে নিয়েছে- ট্রাম্পের এমন বক্তব্যকে বর্ণবাদী উল্লেখ করে এর তব্র সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। বৃহস্পতিবার (২৭ জুন) প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বিতর্কের সময় ট্রাম্প এই উক্তি করেন। খবর রয়টার্সের।

বিতর্কের সময় বাইডেন ও ট্রাম্প ফিলিস্তিন নিয়ে খুব কম কথা বললেও কিভাবে সংঘাত শেষ হবে সেটির ব্যাপারে কিছু বলতে পারেননি।

একমাত্র হামাসই চায় যুদ্ধ চলুক-বাইডেনের এমন উক্তির বিপরীতে তিনি ফিলিস্তিনিদের মতো হয়ে গেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প, যাকে অপমান হিসেবে দেখছে মানবাধিকার সংস্থাগুলো।

বাইডেনের মন্তব্যের জেরে ট্রাম্প বলেন, একমাত্র ইসরায়েলই চায় যুদ্ধ চলুক, এবং ইসরায়েলকে তাদের কাজ করতে দেয়া উচিত। বাইডেন ফিলিস্তিনিদের মতো হয়ে গেছেন এবং তাকে কেউ পছন্দ করে না, কারণ তিনি একজন দূর্বল ফিলিস্তিনি।

এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আমেরিকার নির্বাহী পরিচালক পল ও ব্রায়েন বলেন, ফিলিস্তিনি হওয়াকে খারাপ বিষয় উল্লেখ করে এই পরিচয়কে অপমান করার মধ্য দিয়ে ট্রাম্পের আরববিরোধী মনোভাব প্রকাশিত হয়েছে।

news24bd.tv/ab