বিশ্বকাপ জিতে অবসরের ঘোষণা কোহলির

বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে বিরাট কোহলি

বিশ্বকাপ জিতে অবসরের ঘোষণা কোহলির

অনলাইন ডেস্ক

স্বপ্নের টি২০ বিশ্বকাপের ছোঁয়া পেয়েছে ভারত। ২০০৭ সালের পর দ্বিতীয়বারের মতো টি২০ বিশ্বকাপের ছোঁয়া পেলো রোহিত-কোহলিরা।  দীর্ঘ ১৭ বছর পর সেই স্বপ্ন পূরণের দিনেই বিরাট কোহলি ঘোষণা দিলেন টি২০ থেকে তিনি অবসর নিচ্ছেন।

শনিবার (২৯ জুন) বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভাল স্টেডিয়ামে এক অসাধারণ কামব্যাকের ইতিহাস রচনা করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানের অবিশ্বাস্য এক জয় তুলে নেয় ভারত।

এই ম্যাচে ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালের ম্যাচসেরা হয়েছেন বিরাট কোহলি। এমন সাফল্যের পরপরই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কোহলি জানালেন আন্তর্জাতিক টি২০ তে আর খেলছেন না তিনি।

এসময় বেশ আবেগাপ্লুত কোহলি বলেন, এটা অনেকটা জানাই ছিলো সকলের যে এই বিশ্বকাপের পর আমি র কোনো টি২০ টুর্নামেন্টে অংশগ্রহণ করবো না। এখন সময় এসেছে নতুনদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার।

 

পুরো টুর্নামেন্টজুড়ে অফ ফর্মে থাকা কোহলি জ্বলে উঠলেন ফাইনালে। ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল জেতার পর রোহিত শর্মা কোহলির প্রত্যাবর্তনের এই ইঙ্গিতটিই হয়তো দিয়েছিলেন এই বলে যে কোহলি তার আসল রূপ ফাইনালে দেখাবে।

এই বিশ্বকাপের আসর মিলিয়ে মোট ৬টি টি২০ বিশ্বকাপ খেলার কৃতিত্ব রয়েছে বিরাট কোহলির।  

news24bd.tv/SC