ইসরায়েলে বোমা পাঠানো বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ইসরায়েলে বোমা পাঠানো বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

গত অক্টোবরে ইসরায়েল ও হামাসের মাঝে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলকে কমপক্ষে ১০ হাজার ২ হাজার পাউন্ড ওজনের বোমা ও ১ হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্রের চালান সম্পর্কে বিজ্ঞ দুইজন মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

কর্মকর্তাদ্বয়ের মতে, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ১৪ হাজার এমকে-৮৪ সিরিজের ২ হাজার পাউন্ডের বোমা, ৬ হাজার ৫০০টি ৫০০ পাউন্ডের বোমা, ৩ হাজার আকাশ থেকে স্থলে নিক্ষেপযোগ্য হেলফায়ার ক্ষেপণাস্ত্র ও ২ হাজার ৬০০টি ছোটো আকারের বোমা দিয়েছে।

অস্ত্রগুলো কবে পাঠানো হয়েছে সেই সময়টি জানাতে না পারলেও ইসরায়েলের জন্য মার্কিন সমর্থন কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে কর্মকর্তাদ্বয় জানান।

কর্মকর্তাদ্বয়ের মতে, হামাসের বিরুদ্ধে যুদ্ধে যেসকল অস্ত্র ইসরায়েল ব্যবহার করেছে এবং যেসকল অস্ত্রের সংকট দেখা দিয়েছে সেগুলোর সাথে অস্ত্রের চালানের মিল রয়েছে।

এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে মার্কিন কিংবা ইসরায়েল সরকার কোনো মন্তব্য করেনি।

news24bd.tv/ab