এমপি নিখোঁজ: ডিবি কার্যালয় থেকে বেড়িয়ে যা বললেন মেয়ে ডরিন

এমপি নিখোঁজ: ডিবি কার্যালয় থেকে বেড়িয়ে যা বললেন মেয়ে ডরিন

নিজস্ব প্রতিবেদক

চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। এদিকে বাবার খোঁজ পেতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

রোববার (১৯ মে) বিকেলের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।

ডিবি সূত্রে জানা যায়, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নিখোঁজের বিষয়টি অবহিত করতে ডিবি কার্যালয়ে যান তিনি।

এদিকে ডিবি কার্যালয় থেকে বেড় হয়ে নিখোঁজ এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ফোন খোলা ও বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে অগ্রগতি জানতে বা ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থার সাথে ডিবির সহযোগিতা চাইতে এসেছি। তাকে খুঁজে পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।  নিখোঁজ এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন

এর আগে ডরিন বলেন, ‘দুদিন ধরে বাবার সঙ্গে যোগাযোগ নেই।

আমরা দুশ্চিন্তায় আছি। সব উপায়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। প্রয়োজন হলে আমার পরিবারের লোকজন কলকাতায় যাবে। ’

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ জানান, গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান।

news24bd.tv/তৌহিদ