একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯৮৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।  

এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা। সোমবার (২০ মে) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

রোববার (১৯ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক