ঈদে জুয়েলারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাজুস

ঈদে জুয়েলারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাজুস

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহার ছুটিতে সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। দেশের ঐতিহ্যবাহী এই বাণিজ্য সংগঠনের সভাপতি সায়েম সোবহান আনভীর এবার ঈদের বন্ধে জুয়েলারি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে চিঠি দিয়েছেন।

গত ১২ জুন আইজিপিকে পাঠানো চিঠিতে বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীর বলেন, ‘ঈদের লম্বা ছুটির কারণে বাংলাদেশের প্রায় সব জুয়েলারি মার্কেট ও দোকান বন্ধ থাকে। এ সময়ে চুরি, ডাকাতিসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা বেশি থাকে।

এমন প্রেক্ষাপটে জুয়েলারি ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। ’

চিঠিতে বাজুস সভাপতি আরও বলেন, ‘ঈদের বন্ধে সারা দেশের জুয়েলারি দোকানের বিশেষ নিরাপত্তার লক্ষ্যে জুয়েলারি মার্কেট ও প্রতিষ্ঠানগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা ও অধিকতর নজরদারির ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ’

news24bd.tv/তৌহিদ