ব্যয়বহুল হাসপাতালগুলোতে গরীবদের জন্য কোটা থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

ব্যয়বহুল হাসপাতালগুলোতে গরীবদের জন্য কোটা থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

এভারকেয়ার কিংবা ল্যাবএইড এই জাতীয় হাসপাতালগুলোতে গরীব রোগীদের জন্য কোটা থাকতে হবে বলে স্পষ্ট জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর ল্যাবএইড হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের এসব জানান মন্ত্রী। এসময় বলেন, হাসপাতালগুলোতে চিকিৎসার কোয়ান্টিটি নয়, কোয়ালিটির দিকে বেশি জোর দিতে হবে।

মন্ত্রী জানান, চিকিৎসা সেবা যাতে বাণিজ্য না হয়ে প্রকৃত সেবায় রূপ নিতে পারে সে দিকে নজর দিচ্ছেন তিনি।

নানা সময়ে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসা নিয়ে সমালোচনা রয়েছে তাই তাদের আরও আন্তরিক হয়ে নিজেদের প্রমাণ করতে হবে বলেও জানান তিনি।

এছাড়া হাসপাতাল ঘুরে চিকিৎসক, রোগীদের সাথে আলাপ করেন স্বাস্থ্যমন্ত্রী।  কাজের ক্ষেত্রে কিছু অবহেলা ও প্রটোকল না মানার প্রবণতা রয়েছে বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। তবে বিষয়টি মেনে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সব শুধরে নেয়ার প্রতিজ্ঞা করে।

একইসাথে বিগত দিনের জন্য দুঃখপ্রকাশ করে কর্তৃপক্ষ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক