আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে: এমইআই

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে: এমইআই

অনলাইন ডেস্ক

আগামী অর্থবছর ২০২৪-২৫-এ মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসবে বলে জানিয়েছে মাস্টারকার্ড ইকোনমিকস ইন্সটিটিউট- এমইআই। বৃহস্পতিবার (২৭ জুন) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়।

এসময় এমইআই আরও জানায়, আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি দশমিক ১ শতাংশ কমে ৫ দশমিক ৭ শতাংশে নেমে আসবে। অন্যদিকে ক্রলিং পেগ পদ্ধতির কারণে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

করোনা পরবর্তী সময়ে দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় দ্বিগুণ হয়েছে বলেও দাবি করে এমইআই। এসময় সরকারকে অপ্রয়োজনীয় প্রকল্প হাতে না নেয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।  

পাশাপাশি দেশের অর্থনীতি শক্তিশালী করতে এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধির আহবান জানান তিনি। বৈঠকে ক্যাশলেস লেনদেনে জোর দেয়ার তাগিদ দেন আলোচকরা।

news24bd.tv/SC