ঈদের ছুটিতে রোগীর স্বাস্থ্যসেবার খোঁজ নিতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন

ঈদের ছুটিতে রোগীর স্বাস্থ্যসেবার খোঁজ নিতে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

ঈদের ছুটিতে রোগীর স্বাস্থ্যসেবার খোঁজ নিতে কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। প্রটোকল ছাড়া কাউকে কিছু না জানিয়ে রবিবার (১৬ জুন) সকালে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন তিনি।

প্রটোকল ছাড়া শুধু ব্যক্তিগত গাড়িচালককে নিয়ে হাসপাতালে চিকিৎসাসেবায় অসঙ্গতি ও রোগীদের দুর্দশার চিত্র নিজ চোখে দেখেন স্বাস্থ্যমন্ত্রী।  

এর আগে গতকাল শনিবার বিকেলেও আচমকা পঙ্গু হাসপাতাল ও কিডনি হাসপাতালে যান মন্ত্রী।

রোগীদের ডায়ালাইসিসে অব্যবস্থাপনায় অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রোগীদের দুর্ভোগও নিজ চোখে দেখেন। পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় লোকবল বাড়াতে পরিচালককে নির্দেশনাও দেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।  

ঈদের দিন ও ঈদের পরের দিনও রোগীরা যেন কোনো দুর্ভোগে না ভোগে এবং চিকিৎসাসেবায় গাফিলতি না হয়, এ জন্য কোনো না কোনো হাসপাতাল পরিদর্শন করবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।