নাটোর সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

নাটোর সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারিচালিত চার্জার ভ্যানের যাত্রী আরজিনা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে উপজেলার লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলা পুলিশ চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরজিনা উপজেলার আড়বাব ইউনিয়নের ছোট শেরপাড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে অসুস্থ মেয়েকে নিয়ে আরজিনা খাতুন গোপালপুরে যাচ্ছিল।

এসময় লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলা পুলিশ চেকপোস্ট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেল আরজিনার চার্জার ভ্যানে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সড়কে ছিটকে পড়ে আরজিনা খাতুন।

পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা হয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

news24bd.tv/SC