কাঁচা মরিচ কেজিতে ৩০০ ছুঁই ছুঁই

সংগৃহীত ছবি

কাঁচা মরিচ কেজিতে ৩০০ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক

ঈদের আমেজের মধ্যেই বাজারে কাঁচা মরিচের দাম ডাবল সেঞ্চুরি পেরিয়ে ৩০০ ছুঁই ছুঁই। চলতি সপ্তাহে ডিমের দাম ডজনে দুইশ থেকে নেমে এসেছে ১৩ টাকায়। নিম্নবিত্তের প্রোটিন পাঙ্গাশ, তেলাপিয়া মাছের পাশাপাশি সবজির দাম স্থিতিশীল আছে। পরিবর্তন হয়নি মশলার দাম।

ঈদুল আজহা শেষে রাজধানীবাসীর ঘরে ফেরা এবং কর্মস্থল চালুর পর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে খুব একটা প্রভাব বাজারে দেখা যায়নি। তবে দাম বিবেচনায় সবচেয়ে বড় ঝালের ধাক্কা দিচ্ছে মরিচ, কেজি প্রতি মূল্য ট্রিপল সেঞ্চুরির পথে।

শুক্রবার সকালে রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, তুলনামূলক সবজির দাম ক্রেতাদের নাগালে রয়েছে। তবে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০টাকা।

মাছের বাজারে সরবরাহ ছিলো কম। ক্রেতাদের মধ্যে দাম নিয়ে রয়েছে অসন্তুষ্টি। কমেছে ব্রয়লার মুরগীর দাম। ডিমের দামও কমেছে ডজনে ৫০ থেকে ৭০ টাকা। আগামী সপ্তাহ নাগাদ বাজার চিরচেনা রূপে ফিরবে বলে জানালেন ক্রেতা ও বিক্রেতারা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক