সমালোচনাকারীদের আগে ‘বাজেট’ বুঝতে বললেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী- ফাইল ছবি

সমালোচনাকারীদের আগে ‘বাজেট’ বুঝতে বললেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত বাজেট জনবান্ধব হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যারা বাজেটের সমালোচনা করছে তাদের বাজেট বোঝার চেষ্টার করতে পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, টাকার প্রয়োজনে বিশ্বব্যাংকের কথা শুনতে হবে আমাদের।

বৃহস্পতিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাজেট ও অর্থনীতি বিষয়ে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী জানান, প্রস্তাবিত বাজেের নানা বিষয়ে যেসব পরামর্শ এসেছে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।

এসময় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঘাটতি হওয়ার আগেই সঠিক সময়ে নিত্য পণ্যের আমদানি নিশ্চিত করতে হবে।

জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ভোগ্যপণ্যের আমদানি বাড়াতে বেশ কয়েকটি দেশের সাথে নতুনভাবে চুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া নতুন অর্থবছরের শুরু থেকে ১০ হাজার ডিলারের মাধ্যমে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি করা হবে।

এই রকম আরও টপিক