রাজধানীতে দরজা ভেঙে উদ্ধার করা হলো ২ তরুণের মরদেহ

রাজধানীতে দরজা ভেঙে উদ্ধার করা হলো ২ তরুণের মরদেহ

অনলাইন ডেস্ক

রাজধানীর ফকিরাপুল কালভার্ট রোডে একটি ভবনে অফিসের দরজা ভেঙে ইমন (২২) ও ফরহাদ (২০) নামে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা জানান, সন্ধ্যায় খবর পেয়ে ফকিরাপুল কালভার্ট রোডে ‘রুপায়ন তাজ’ ভবনের ষষ্ঠ তলায় মাতৃভূমি নামে ডেভেলপার কোম্পানির অফিসের দরজা ভেঙে ওই দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তারা অফিসটির পিয়ন। ঈদের ছুটির মধ্যেও তারা অফিসেই ছিলেন।

কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মরদেহ দুইটি আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক