'বার বার নোটিশ দেয়ার পরও আমলে নেয়নি সাদিক অ্যাগ্রো'  

বর্জ্য ব্যবস্থাপনা

'বার বার নোটিশ দেয়ার পরও আমলে নেয়নি সাদিক অ্যাগ্রো'  

নিজস্ব প্রতিবেদক

মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো ফার্মের বর্জ্য যাতে খালে না ফেলে এ জন্য বার বার নোটিশ দেওয়া হলেও প্রতিষ্ঠানটি আমলে নেয়নি বলে জানিয়েছেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ।   বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক এগ্রোতে অভিযান শুরু হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা বার বার নোটিশ পাঠিয়েছি।

গত মাসের ১৮ মে'তেও নোটিশ দেওয়া হয়েছিল। খাল যেন পরিষ্কার রাখা হয়, ফার্মের বর্জ্য যাতে খালে না ফেলে। সহযোগিতা চেয়েছি। তারা আমলে নেয়নি।

তিনি আরও বলেন, আমরা অবৈধ ভবন ভাঙছি। খালের ভেতরে যে অংশ পড়েছে সেটা ভাঙছি। ধাপে ধাপে উচ্ছেদ অভিযান চলবে বলেও জানান তিনি।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরুর কথা ছিল। ভ্রাম্যমাণ আদালত। তবে বেলা ১২টা ২০ মিনিটের দিকে খামারের পশ্চিম অংশে অফিস ভাঙার মাধ্যমে এই উচ্ছেদ অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। খামারের স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: অভিযানের আগেই সাদিক অ্যাগ্রো থেকে সরিয়ে নেওয়া হয়েছে গরু-ছাগল

উচ্ছেদ শুরুর পর খামার থেকে সেই ১৫ লাখ টাকার ছাগল বের করে পাশের একটি ফাঁকা জায়গায় রাখা হয়। এর সঙ্গে অন্য ছাগল ও দুম্বা বের করা হয়।

news24bd.tv/TR 

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর