অভিযানকে স্বাগত জানিয়ে ইমরান বললেন ‘কিছু যায় আসে না’

সংগৃহীত ছবি

সাদিক অ্যাগ্রো

অভিযানকে স্বাগত জানিয়ে ইমরান বললেন ‘কিছু যায় আসে না’

অনলাইন ডেস্ক

মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার সাদিক অ্যাগ্রোতে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। খাল ও সড়কের জায়গা দখল করে রাখায় এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সাদিক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসাইন।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার সাদিক অ্যাগ্রোতে এই অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ ইমরান হোসাইন বলেন, “এই জমির মালিক আমি নই।

আমি এই জায়গার একজন ভাড়াটিয়া। তাই উচ্ছেদ অভিযানে আমার কিছু যায় আসে না। আমি অন্য জায়গায় চলে যাব। ”

তিনি বলেন, “এই জায়গার মালিক দ্বিতীয়তলায় থাকেন।

আমি নিচতলা ভাড়া নিয়েছি। খাল ভরাটসহ যা কিছু বলা হচ্ছে সবই মালিকের করা। আমার কিছুই না। দ্বিতীয় তলায় যেহেতু তিনি থাকেন এবং সিটি কর্পোরেশন যদি মনে করে যে এটা ভেঙে দেবেন, তো ভেঙে দিতে পারেন।

রামচন্দ্রপুর খাল ও সড়কের জায়গা দখল করে অবৈধভাবে অ্যাগ্রো ফার্ম তৈরির অভিযোগে সাদিক অ্যাগ্রোতে উচ্ছেদ অভিযান শুরু হয়। ডিএনসিসি অঞ্চল-৫-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুতাকাব্বির আহমেদ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন।

news24bd.tv/DHL