পারিবারিক শিক্ষাই মূল শিক্ষা: গণশিক্ষা প্রতিমন্ত্রী

পারিবারিক শিক্ষাই মূল শিক্ষা: গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, পারিবারিক শিক্ষাই মূল। ভালো কাজের মধ্য দিয়ে সমাজ বদলানোর হাতিয়ার হবে হলদে পাখির দল।

শুক্রবার (২৮ জুন) বেইলি রোডে গাইড অডিটরিয়ামে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে হলদে পাখিদের (১০ বছরের বালিকা) 'নীল কমল অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে তিনি এসব বলেন।

এসময় তিনি বলেন, যে যার যার অবস্থান থেকে ভালো কাজ করাটা অব্যাহত রাখলেই হলদে পাখি দলের মূল প্রতিপাদ্য অর্জন হবে।

সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ গার্লস গাইডে মন্ত্রণালয় সকল ধরনের সুযোগ করে দেবে ও সহযোগিতা করবে। শিশুরা স্মার্ট বাংলাদেশের কারিগর, জাতির আলোকবর্তিকা। তাদের মনে ও মননে হাজারো স্বপ্ন ছড়িয়ে দিতে হবে।

দেশপ্রেম, কর্তব্যপরায়ণতা ও মানবিক মূল্যবোধে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করতে হবে।

অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র সচিব জুয়েনা আজিজ, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান।

news24bd.tv/FA