ক্যাসিনোয় জিতলেন ৪০ লাখ ডলার, এরপরই হার্ট অ্যাটাক

ক্যাসিনোয় জিতলেন ৪০ লাখ ডলার, এরপরই হার্ট অ্যাটাক

অনলাইন ডেস্ক

বাঁধভাঙা আনন্দই কখনো বিষাদে পরিণত হতে পারে। এমন এক উদাহরণ হলো- ক্যাসিনো খেলায় ৪০ লাখ ডলার জেতার পর হার্ট অ্যাটাক করেছেন এক ব্যক্তি। এমন ঘটনা ঘটেছে সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস ক্যাসিনো-য়। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে ঘটনাটি কবে ঘটেছিল তা জানা যায়নি।

গত (২৫ জুন) এক্সসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে অনেকে ঘিরে রেখেছেন। তাদের অনেককে দৃশ্যত আতঙ্কিত মনে হচ্ছিল।

ক্যাসিনোর কর্মী ও ঘিরে থাকা মানুষদের কাছে সাহায্য চাচ্ছেন ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারী। এক্সসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এক্স হ্যান্ডলে গিডি_ট্রাফিক নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার পর এক ব্যক্তি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাকে মরে যাওয়ার অবস্থা।

ক্যাসিনো ডট ওআরজির দেওয়া তথ্য অনুযায়ী, পরে ওই ব্যক্তির জ্ঞান ফেরে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।   

এদিকে ভিডিওটি দেখে ব্যবহারকারীরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।  

news24bd.tv/TR