দিনাজপুরে সৌদির সাথে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

দিনাজপুরে সৌদির সাথে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের সদর, কাহারোল, চিরির বন্দর, বিরামপুরসহ বেশ ক'টি উপজেলার ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে।  

রোববার সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ের পার্টি সেন্টারে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়। এখানে দুই শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন এবং নারীদের নামাজের জন্য ছিল বিশেষ ব্যবস্থা।  

উক্ত জামাতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

এছাড়াও জেলার প্রায় ছয়টি উপজেলায় দুই হাজার পরিবার এই দিনে ঈদ উদযাপন করছেন।

আয়োজকরা জানান, এবার ১৩টি উপজেলায় প্রায় ৫০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জামাতে অংশ নিয়েছে শতাধিক মুসল্লি।

উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়ার রীতি শুরু হয়।

প্রথম দিকে মুসল্লির সংখ্যা কম থাকলেও প্রতিবছর তা বাড়ছে।

news24bd.tv/কেআই