পাবনায় পদ্মায় গোসলে নেমে দুই সহোদরসহ ৩ শিশুর মৃত্যু

পাবনায় পদ্মায় গোসলে নেমে দুই সহোদরসহ ৩ শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই সহোদরসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৪ জুন) উপজেলার নতুন গোহাইলবাড়িতে নিহতদের বাড়ির পাশে পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃতেরা হলো নতুন গোহাইলবাড়ি গ্রামের আলাউদ্দিন প্রামানিকের দুই ছেলে ছাব্বির হোসেন (১৪) ও সিয়াম হোসেন (১০) এবং আটঘরিয়াপাড়া গ্রামের ইসলাম সরদারের ছেলে নূর হোসেন (১০)।

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে বাড়ির পাশে পদ্মা নদীতে ওই তিনজনসহ পাঁচ শিশু গোসল করতে যায়।

তবে নদীর কিনারে বালুর স্তুপের ওপর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় তারা। এসময় কয়েকজন লোক তাদের দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা একজনকে জীবিত উদ্ধার করে। অপর তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, একই এলাকার তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি জানার পর পুলিশ এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সহানুভুতি জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

জানা গেছে, আজ সন্ধ্যায় জানাজা শেষে নিহতদের স্থানীয় খাপড়াডাঙ্গী গোরস্থানে দাফন করা হবে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক