ড. ইউনূসকে মুখোমুখি বিতর্কে অংশ নিতে বললেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

ড. ইউনূসকে মুখোমুখি বিতর্কে অংশ নিতে বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে মুখোমুখি বিতর্কে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ জুন) গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

ড. ইউনূস প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক ছিল সরকারি প্রতিষ্ঠান, তবে ড ইউনূস নিজের মতো করে প্রচার করেছেন। আমার নোবেল পুরস্কারের আকাঙ্ক্ষাও নেই, লবিষ্ট রাখার মত অর্থও নেই।

আরও পড়ুন: ভারত সফরে সীমান্ত হত্যা ও নদী ব্যবস্থাপনা প্রাধান্য পেয়েছে: প্রধানমন্ত্রী

যারা শ্রমিক অধিকার এবং মানবাধিকার নিয়ে কথা বলে তারা এখন কোথায় প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ড. ইউনুসের বিদেশে বিনিয়োগের টাকা কোথা থেকে এসেছে? ইউরোপ-আমেরিকায় কেউ ট্যাক্স ফাঁকি দিলে তার সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেয়া হয়। বাংলাদেশেও এমনটা করা হবে।  

news24bd.tv/ab