দেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ শহীদদের সঙ্গে বেইমানি: রিজভী

দেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ শহীদদের সঙ্গে বেইমানি: রিজভী

নিজস্ব প্রতিবেদক

জনগণ নিজ দেশেই পরবাসী হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেলপথ বসানোর চুক্তি করে এ সরকার স্বাধীনতা যুদ্ধে শহীদ এবং নির্যাতিত মা-বোনদের সাথে বেইমানি করছে।

শুক্রবার (২৮ জুন) রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামীকাল ডাকা সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘যারা ভারত বিরোধিতার ইস্যু খুঁজছেন, তারা আবারো ভুল পথে যাচ্ছে’।

ওবায়দুল কাদেরের কথায় ধরে নিতে হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে কেউ বাংলাদেশের ভেতর দিয়ে স্থাপনা করে যাবে তারপরেও এর বিরোধিতা করলে সেটি ভুল পথ হবে, এ ধরনের কথা কেবলমাত্র নতজানু, জনগণের ক্ষমতা ছিনতাইকারী দেশদ্রোহীদের মুখেই সাজে। জনগণের সম্মতি ব্যতিরেকে চিকেন নেককে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারত রেলপথ নির্মাণ করবে আর সেটি চুপ করে দেখা হবে একাত্তরের শহীদদের রক্তকে অসম্মান করার শামিল।

ভারত রেলসংযোগের নামে করিডোর স্থাপন করবে বলেও মন্তব্য করেন তিনি।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক