একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে সার্বভৌমত্ব হুমকিতে: ফখরুল

একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে সার্বভৌমত্ব হুমকিতে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন, স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ বলেন, একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে সার্বভৌমত্ব হুমকির মুখে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সাধারণ মানুষের সাথে আওয়ামী লীগের লড়াই চলছে।

news24bd.tv/তৌহিদ