খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল কর্মসূচি দেবে বিএনপি

ফাইল ছবি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল কর্মসূচি দেবে বিএনপি

আরেফিন শাকিল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল বুধবার কর্মসূচি দেবে বিএনপি। মঙ্গলবার গুলশানে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে কেন জামিন দেয়া হচ্ছে না, তা বলা হয়নি। ক্ষোভ থেকে তাকে জামিন দেয়া হচ্ছে না।

তিনি বলেন, খালেদা জিয়ার লিভার সিরোসিস, চিকিৎসকরা বলেছেন, এটা প্রতিস্থাপনের সুযোগ বাংলাদেশে নেই। উনি কোন মতে এখন টিকে আছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা হয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী তা বাতিল করে দেয়।

ফখরুল আরও বলেন, বিএনপি যেন ভোটে অংশ নিতে না পারে সেজন্য ২০১৮ সালে খালেদা জিয়ার সাজা দেয়া হয়, ২৪ সালের আগে সব গুরুত্বপূর্ণ নেতাদের জেলে নেয়া হয়।

সরকার চায় না, বিএনপি কোনভাবে ভোটে আসুক।

তিনি বলেন, সরকার ভারতের কাছ থেকে দাবি আদায়ে ব্যর্থ হচ্ছে। তিস্তার জন্য যেই চাপ দেয়ার দরকার ছিলো, সরকার তা করে নি।  কানেক্টিভিটির নামে বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত করে ভারতের সাথে চুক্তি করা হয়েছে। সরকার বাংলাদেশকে ভারতের ওপর নির্ভরশীল করেছে।

তিনি আরও বলেন, এই সরকার বাংলাদেশ বিরোধী সরকার। বিএনপি দেশ বিক্রি করলে, এতোদিন ক্ষমতায় থাকতো। পানি বাদ দিয়ে কোন চুক্তি হবে না। রেজাল্টের জন্য তিনি আগেও সব উজাড় করে দিয়েছেন, এবারও দিয়েছেন।  ভারত-বাংলাদেশের চুক্তি বিএনপি প্রত্যাখান করে বলেও জানান তিনি।

news24bd.tv/TR