বিচার প্রক্রিয়া শেষের আগেই মিডিয়া ট্রায়াল সংস্কৃতিতে প্রধান বিচারপতির উদ্বেগ

ফাইল ছবি

বিচার প্রক্রিয়া শেষের আগেই মিডিয়া ট্রায়াল সংস্কৃতিতে প্রধান বিচারপতির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

আদালত ও বিচার-প্রক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

শুক্রবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার জন্য বজলুর রহমান স্মৃতিপদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় তিনি সাম্প্রতিক সময়ে বিচার প্রক্রিয়া সম্পন্নের আগেই মিডিয়া ট্রায়ালের সংস্কৃতিতে উদ্বেগ প্রকাশ করেন। বিচারপতি বলেন, ব্যক্তি উদ্যোগে নিয়ন্ত্রিতহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের ক্ষেত্রে সকলের সচেতনতা প্রয়োজন।

এর আগে প্রধান বিচারপতি ইলেকট্রনিক ও প্রিন্ট মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য ৩ জনের হাতে পুরস্কার তুলে দেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক