হজে গিয়ে ৩৫ বাংলাদেশির মৃত্যু

হজে গিয়ে ৩৫ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৩৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা মক্কা, মদিনা, জেদ্দা ও মিনায় মারা যান।  

এদিকে পবিত্র হজ শেষে ফিরতি ফ্লাইট শুরুর পর ৩৯২০ হাজি দেশে ফিরেছেন। তাঁরা বিমান, সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১০টি ফ্লাইটে তাঁরা দেশে ফিরেন।

শনিবার (২২ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

গত ১৫ জুলাই পবিত্র হজের প্রধান কার্যক্রম অনুষ্ঠিত হয়। হজ শেষে ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। গতকাল শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৯ জন হজ যাত্রী নিয়ে দেশে ফিরে।

দেশে ফেরার ফ্লাইট চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।  

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছেন ৮৫ হাজার ২৫৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করে গেছেন চার হাজার ৫৬২ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করে গেছেন ৮০ হাজার ৬৯৫ জন।

news24bd.tv/DHL