৯০ শতাংশ মেরে ফেলা সাপই 'রাসেলস ভাইপার' প্রজাতির নয়

৯০ শতাংশ মেরে ফেলা সাপই 'রাসেলস ভাইপার' প্রজাতির নয়

অনলাইন ডেস্ক

দেশের প্রায় ২০ ধরনের বিষধর সাপের প্রজাতির মধ্যে রাসেলস ভাইপার অন্যতম। বাংলাদেশে সংখ্যায় কম থাকা এই প্রজাতির সাপকে ২০০০ সালে আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন, অতি বিপন্ন হিসেবে ঘোষণা করে।

সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে 'রাসেলস ভাইপার' সাপের কামড়ে কয়েকজন মারা যান। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপটি নিয়ে অতিরঞ্জিত ও ভুল প্রচার হচ্ছে।

এতে অন্য প্রজাতির সাপই বেশি মেরে ফেলা হচ্ছে। এটি অপরাধ, বলছে বনবিভাগ।  

২০১৫ সালে রাজশাহীর ছয়টি জেলায় রাসেলস ভাইপারের উপস্থিতি পাওয়ায় সাপটিকে প্রায় বিপন্ন বলে চিহ্নিত করা হয়। বন্যার পানিতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে রাসেলস ভাইপার দেশে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এতে সাপটির বিপুল বিস্তারের কোনো সুযোগ নেই বলছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের এক তথ্য বলছে, গেলো ১১ বছরে দেশে রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছে ৬৯ জন। শতাংশের বিচারে দেশে সাপের কামড়ে মৃত্যুর হার ১ শতাংশ রাসেলস ভাইপারের দংশনে।  

এছাড়া ৯৫ শতাংশ মৃত্যুর কারণ শঙ্খিনী গোখরার ছোবল। লোকালয়ে শঙ্খিনী ও গোখরার আনাগোনা প্রতিনিয়ত। কিন্তু রাসেলস ভাইপার আতঙ্কে এখন বিপন্ন সব শ্রেণির সাপ। এজন্য মানুষের মানুষের সচেতনতার অভাব এবং ভুল তথ্যের প্রচারকেই দায়ী করা হচ্ছে।

news24bd.tv/SC