মারা গেছেন সেই জল্লাদ শাহজাহান

মারা গেছেন সেই জল্লাদ শাহজাহান

অনলাইন ডেস্ক

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। তবে সুস্থ হয়ে বাড়ি ফেরা হলো না তার। আজ সোমবার (২৪ জুন) মারা গেছেন তিনি। বর্তমানে তার লাশ রাখা আছে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে।

মানবতাবিরোধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে আলোচনায় উঠে আসেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। ৩২ বছর কারাভোগের পর গত বছরের ১৮ জুন দুপুর পৌনে ১২টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এরপর সাভারে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। আজ ভোর রাত ৩টার দিকে হঠাৎ করেই বুকের ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহাদ আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ভাইয়ের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে শাহজাহানের বোন ফিরোজা বেগম জানান, অসুস্থ অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জল্লাদ শাহজাহানকে মৃত ঘোষণা করেন।

news24bd.tv/SHS