পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির বিষয়ে যা জানালো স্টেট ডিপার্টমেন্ট

সংগৃহীত ছবি

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির বিষয়ে যা জানালো স্টেট ডিপার্টমেন্ট

অনলাইন ডেস্ক

সাংবাদিকদের তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা প্রদানের যেকোনো চেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধীতা করে বলে জানিয়েছেন দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। পাশাপাশি, সাংবাদিকদের লাঞ্চিত করার বিপক্ষেও মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা অবস্থান নিয়ে এসেছে বলেও জানান তিনি। সোমবার (২৪ জুন) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির বিষয়ে এক বিভাগীয় সংবাদ সম্মেলনে মিলার এসব কথা বলেন।

মিলার বলেন, আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে ও সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে মুক্ত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।

সাংবাদিকদের যেকোনো ধরণের লাঞ্চনা ও তাদেরকে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা প্রদানের আমরা বিরোধীতা করি।

শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সাংবাদিকদের পুলিশ বাহিনী নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক হতে বলে। বিবৃতিতে পুলিশ বাহিনীর কতিপয় সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করা হয়।

news24bd.tv/ab