প্রশংসা কুড়াচ্ছে ‘তুফান’-এর ট্রেলার 

প্রশংসা কুড়াচ্ছে ‘তুফান’-এর ট্রেলার 

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তুফান’। গতকাল রাতে মুক্তি পেয়েছে ‘তুফান’-এর ট্রেলার।

২ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার মুক্তির পর থেকেই অন্তর্জালে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটির প্রশংসা করেছেন সাধারণ দর্শক থেকে সমালোচকেরা।

গতকাল মুক্তি পাওয়া ট্রেলারে দেখা মিলেছে নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলুসহ আরও অনেক অভিনেতার।

ট্রেলারে দেখা যায়, ‘তুফান’ হয়ে উঠেছে দেশের ত্রাস। তাকে কেউ থামাতে পারে না। দায়িত্ব পান এক সিআইডি অফিসার।

তিনি কি পারবেন? তাকে বলতে শোনা যায়, শক্তিতে তুফানের সঙ্গে পেরে ওঠা যাবে না, খেলতে হবে বুদ্ধি দিয়ে। ছবিতে ‘তুফান’ চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সিআইডি অফিসারের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

‘তুফান’-এর ট্রেলার কতটা পছন্দ হয়েছে, সেটা ইউটিউবে মন্তব্য করে জানিয়েছেন অনেক দর্শক।  একজন যেমন লিখেছেন, ‘বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসের সেরা মুভি হতে চলেছে এটা। ’

আরেক দর্শক লিখেছেন, ‘“তুফান” বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক উঁচুতে নিয়ে গেল সম্ভবত। আর কেউ সিনেমা বানানোর বা চিন্তা করার আগেও “তুফান”কে তুলনা করবে, ভাববে, তারপর বানাবে। নিশ্চিতভাবে আমরা সামনে আরও চমৎকার সব সিনেমা পেতে যাচ্ছি এর হাত ধরে। ’

ট্রেলার দেখুন এখানে।

news24bd.tv/TR