শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সামান্থা 

শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সামান্থা 

অনলাইন ডেস্ক

বলিউড 'কিং' খান শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু-এমন জোর গুঞ্জন শোনা যাচ্ছে। এ-ও শোনা যাচ্ছে, এই জুটিকে নিয়ে নতুন সিনেমা বানাবেন রাজকুমার হিরানি।

এর আগে রাজকুমার ও শাহরুখের ‘ডাঙ্কি’ আশানুরূপ ফল করতে পারেনি বক্স অফিসে। সেই ভরাডুবির ক্ষত নাকি এখনও কাটিয়ে উঠতে পারেননি পরিচালক।

এর মধ্যেই নতুন ছবির গুঞ্জন, অথচ কোনও বিবৃতি মেলেনি পরিচালকের তরফে। তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে অনুরাগীদের একাংশের মনে।

তবে সত্যিই যদি পর্দায় শাহরুখ-সামান্থা জুটির দেখা মেলে, তা হলে মন্দ হয় না, মনে করছেন দর্শক। বলিউড বাদশাকে নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে সামান্থাও প্রতিষ্ঠিত অভিনেত্রী দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

এর আগে এক সাক্ষাৎকারে সামান্থা বলেছিলেন, “শাহরুখের সঙ্গে এখনও কাজ করা হয়নি। ওঁর সঙ্গে কাজ করা আমার কাছে স্বপ্নের মতো, আর সেটা এখনও সত্যি হয়নি। ”

news24bd.tv/TR       

এই রকম আরও টপিক