আগামী মাসেই বিয়ে করতে চলেছেন সোহিনী-শোভন 

আগামী মাসেই বিয়ে করতে চলেছেন সোহিনী-শোভন 

অনলাইন ডেস্ক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের বিয়ের দিন নিয়ে জোর গুঞ্জন চলছে। আগামী মাসেই নাকি দুই হাত এক হতে চলেছে সোহিনী-শোভনের।

সব ঠিক থাকলে নাকি আগামী ১৫ জুলাই আইনি বিয়ে সারতে পারেন তাঁরা। এমন খবর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের।

 

সম্পর্কের প্রথম দিন থেকেই তাঁরা খবরে। শুরুতে শোভন অবশ্য অস্বীকার করেছেন। সোহিনীর মুখে কুলুপ। পরে নানা ছবিতে তাঁদের ফ্রেম ভাগাভাগি দেখে অনুরাগীরা নিশ্চিত, প্রেমেই আছেন তাঁরা।

প্রণয় যে ক্রমশ পরিণয়ের দিকে গড়াচ্ছে, সেই আভাসও প্রথম আনন্দবাজার অনলাইন দিয়েছিল। মঙ্গলবারের খবর, সব ঠিক থাকলে নাকি ১৫ জুলাই আইনি বিয়ে সারতে পারেন তাঁরা।

টলিপাড়া চর্চা চলছে, গায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলে নাকি প্রথম সারির অলঙ্কার বিপনি থেকে সোনার গহনা কিনেছেন নায়িকা। এ-ও শোনা যাচ্ছে, বিয়ের পর থাকবেন বলে তাঁরা নতুন ফ্ল্যাট কিনেছেন।

যদিও এসব রটনায় সোহিনী-শোভন কোনও মন্তব্য করেননি। তবে সম্প্রতি, তাঁরা বিদেশে একসঙ্গে ঘুরে এসেছেন। আলাদাভাবে ছবি দিয়েছেন। ছবিতে গায়কের আঙুলে বাগ্‌দানের আংটি দেখা যায়। গুঞ্জন ছড়িয়েছিল, বিদেশে নাকি বাগ্‌দান সেরে এসেছেন তারা। তারপর থেকেই বিয়ের রটনা আরও জোরালো হয়।

news24bd.tv/TR  

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর