কেন একের পর এক শাহরুখের ছবি থেকে বাদ পড়েছিলেন ঐশ্বরিয়া, জানালেন নিজেই

কেন একের পর এক শাহরুখের ছবি থেকে বাদ পড়েছিলেন ঐশ্বরিয়া, জানালেন নিজেই

অনলাইন ডেস্ক

বলিউডের জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম শাহরুখ খান-ঐশ্বরিয়া রাই বচ্চন। শাহরুখ ও ঐশ্বরিয়াকে একসঙ্গেও ‘মহব্বতে’, ‘দেবদাস’ সহ বেশ কিছু ছবিতে দেখা গেছে। তবে বি-টাউনের প্রথম সারির অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে এক সময়ে বেশ কঠিন সময় পার করতে হয়েছে।

ঐশ্বরিয়া সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ী হওয়ার পরে একের পর এক ছবির প্রস্তাব পেয়েছিলেন।

কিন্তু একটা সময় আবার পর পর পাঁচটি ছবি থেকে বাদ পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

জানা যায়, শাহরুখ খানের সঙ্গে পাঁচটি ছবি থেকে বাদ পড়েছিলেন ঐশ্বরিয়া।

সিমি গারেওয়ালের নেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তাঁকে একাধিক ছবি থেকে বাদ পড়তে হয়েছিল। প্রথমে এর উত্তর দিতে ইতস্তত বোধ করছিলেন অভিনেত্রী।

তবে শেষ পর্যন্ত জানান, কোনও সদুত্তর না দিয়েই তাঁকে ছবিগুলি থেকে বাদ দেওয়া হয়। ফলে সেই সময়ে বেশ ভেঙে পড়েছিলেন অভিনেত্রী।

শাহরুখ নিজেই এক পুরনো সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর বেশ কিছু ছবি থেকে বাদ দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। যদিও, ঐশ্বরিয়াকে ছবি থেকে বাদ দিয়ে তাঁর জায়গায় অন্য অভিনেত্রীকে খুঁজে পেতে বেশ বেগ পেতে হয়েছিল বলেও তিনি জানান। কিন্তু একজন প্রযোজকের দৃষ্টিকোণ থেকে এই কাজ করতে হয়েছিল বলে তিনি সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন। এমনকি, তিনি নাকি ঐশ্বরিয়ার কাছে এর জন্য ক্ষমাও চেয়েছিলেন।

news24bd.tv/TR