ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্য আটক

সংগৃহীত ছবি

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্য আটক

অনলাইন ডেস্ক

ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‍্যাব। শুক্রবার রাজধানীর মৌচাক ও কমলাপুর থেকে ৮ জন এবং ঠাকুরগাঁও থেকে ২ জনকে আটক করা হয়।

গণমাধ্যমে র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানান, আটকের সময় তাঁদের কাছ থেকে ১০টি মোবাইলসহ বিপুলসংখ্যক টিকিট ও কালোবাজারির বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।  

ফিরোজ বলেন, কালোবাজারিরা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট কালোবাজারি করছিল।

ট্রেন টিকিট বুকিংয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত হয়ে টিকিট কালোবাজারি করতো তারা।

তিনি বলেন, কালোবাজারিরা বিভিন্ন কৌশলে ট্রেনের টিকিট অগ্রিম সংগ্রহ করে নিজেদের কাছে মজুত রাখে। পরে কৌশলে সাধারণ যাত্রীদের কাছে দুই-তিন গুণ বেশি দামে বিক্রি করে আসছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক