চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনতাজ জলদাশকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৭)।

রোববার (১৬ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার দোলখাড় বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মনতাজ জলদাশ জোরারগঞ্জ থানার ইসলামপুর গ্রামের নেপাল জলদাশের ছেলে।  

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম বলেন, আসামি মনতাজ জলদাশ ২০১৫ সালে ১৩ বছরের শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে মামলা রুজু হওয়ার পর সে গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম- কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ৯ বছর আত্মগোপন করে ছিল। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

news24bd.tv/কেআই