যশোরে যুবলীগ কর্মী হত্যা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

যশোরে যুবলীগ কর্মী হত্যা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

যশোর প্রতিনিধি 

যশোর সদরের বাহাদুরপুরে যুবলীগ কর্মী আলী হোসেন হত্যা মামলায় জেলা যুবদলের নেতা রবিউল ইসলাম নবাবকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা থেকে নবাবকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (২৩ জুন) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় যশোর গোয়েন্দা পুলিশ।

এসময় জেলা গয়েন্দা শাখার উপ-পরিদর্শক মফিজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে স্বীকার করে নেন নবাব।

তিনি আরও জানান, এলাকায় বিভিন্ন সময় চাঁদাবাজির ঘটনায় বাধা দেওয়ায় আসামি নবাবের মা-বাবা তুলে গালিগালাজ করতো নিহত আলী হোসেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে গত ৭ জুলাই আলী হোসেনকে গুলি করে হত্যা করেন নবাব।

হত্যাকাণ্ডের পর আসামি নবাব সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামে তার খালা বাড়ি আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, নিহত আলী হোসেনের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

অপরদিকে জেলা যুবদলের বন ও পরিবশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম নবাবের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

news24bd.tv/SHS