গরুর ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৫ পুলিশ চাকরীচ্যুত

গরুবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ পুলিশের পাঁচজন সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।

গরুর ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৫ পুলিশ চাকরীচ্যুত

অনলাইন ডেস্ক

পশুর হাটে গরু আনা-নেয়ার কাজে নিয়োজিত ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জ পুলিশের পাঁচজন সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। শনিবার (১৫ জুন) জারিকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (মিডিয়া) এনামুল হক সাগর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে পুলিশ সদস্যদের চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় নারায়ণগঞ্জ পুলিশের পাঁচজন সদস্যকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়।

চাকরিচ্যুত ব্যক্তিরা হলেন- রুপগঞ্জ থানার উপ পরিদর্শক শেখ নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের মোহাম্মদ আসাদুজ্জামান এবং কনস্টেবল নাজির শেখ, যুগল মণ্ডল এবং তানভীর হোসেন আকাশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বরাত দিয়ে বলা হয়, অপরাধের সাথে সংশ্লিষ্ট কোনো পুলিশ সদস্যকে ছাড় দেয়া হবে না। অপরাধের ব্যাপারে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পশুর হাটে ঘুষের লেনদেন বা কোনো ধরণের অন্যায় আচরণের সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

news24bd.tv/ab