কনস্টেবল কাওসারকে কারাগারে প্রেরণ, সাতদিনের রিমান্ড

কূটনৈতিক পাড়ায় পুলিশ হত্যা

কনস্টেবল কাওসারকে কারাগারে প্রেরণ, সাতদিনের রিমান্ড

অনলাইন ডেস্ক

বারিধারার কূটনৈতিক পাড়ায় পুলিশের গুলিতে পুলিশ নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত কনস্টেবল কাওসার আলীকে সাতদিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। শনিবার (১৫ জুন) গুলশান থানার উপ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো আব্দুল মান্নাফ কাওসারকে আদালতে হাজির করে তাকে কারাগারে রাখার আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আবেদন মঞ্জুর করেন।

গত ৯ জুন একই আদালত কাওসারকে সাতদিনের জন্য রিমান্ডে প্রেরণ করে।

গত ৮ জুন রাত ১১টার দিকে কাওসার ফিলিস্তিন দূতাবাসের সামনে মানসিক ভারসাম্য হারিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে।

এক পর্যায়ে তার সহকর্মী মনিরুল গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় দুইজন পথচারীও আহত হন।

পরের দিন নিহতের ভাই মো মাহবুবুল হক গুলশান থানায় কাওসারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

news24bd.tv/ab