নয়াপল্টনে বাসাবাড়িতে অভিযানে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ১

নয়াপল্টনে বাসাবাড়িতে অভিযানে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি সরঞ্জাম উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে র‍্যাব-৩ এর আভিযানিক একটি দল। র‍্যাব জানায়, নয়াপল্টনের ৬৩ নম্বরের এ্যাপার্টমেন্টের ৬ তলার এই ফ্ল্যাট ভাড়া নিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা করে আসছে সাইফুল নামের এক ব্যবসায়ী।

র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর জানান, অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি সরঞ্জামসহ ৩০ হাজার সিম, ৪টি গুলি, ৭টি ল্যাপটপ পাওয়া গেছে।

এসময় সাইফুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

তিনি আরও জানান, আন্তর্জাতিক একটি চক্রের যোগসাজশে এসব সরঞ্জাম ব্যাবহার করে আন্তর্জাতিক ফোন কল ক্লোনিং করে আসছে চক্রটি। এতে তারা সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে আসছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক